ভারতের যে ৭মুভি এপ্রিলে ঝড় তুলবে? | Upcoming Indian Movies Release in April 2022 | KGF2 | Heropanti2
এপ্রিলে যে ৭মুভি ঝড় তুলবে? তো করোনা’র ধকল কাটিয়ে আবারো ইন্ডিয়ান সিনেমাগুলো বক্স অফিসে রাজত্ব শুরু করে দিয়েছে। ইতোমধ্যে গাঙ্গুবাই, ভিমলা ভাই, ভালিমাই মুভি গুলো ফেব্রুয়ারিতে দারুন ব্যবসা করে। সেই সাথে মার্চ মাসে কাশ্মির ফাইলে আটকে রাধে শ্যাম ও বচ্চন…
এপ্রিলে যে ৭মুভি ঝড় তুলবে? তো করোনা’র ধকল কাটিয়ে আবারো ইন্ডিয়ান সিনেমাগুলো বক্স অফিসে রাজত্ব শুরু করে দিয়েছে। ইতোমধ্যে গাঙ্গুবাই, ভিমলা ভাই, ভালিমাই মুভি গুলো ফেব্রুয়ারিতে দারুন ব্যবসা করে। সেই সাথে মার্চ মাসে কাশ্মির ফাইলে আটকে রাধে শ্যাম ও বচ্চন পান্ডে’র বক্স অফিস ডাহা ফ্লপ হলেও, শেষে দিকে থ্রিপল আর এসে সব পুষিয়ে দিয়েছে। তো এবার এপ্রিলের পালা। তো এপ্রিলে মোটামুটি ৭টি বড় সর মুভি মুক্তি পাচ্ছে। তার মধ্যে প্রথমেই মুক্তি পাচ্ছে বলিউড মুভি এ্যাটাক। এটি ঠিক ১ই এপ্রিল মুক্তি পাবে। জন আব্রাহামের এই মুভিতে নায়িকা হিসেবে রাকুল এবং জ্যাকুলিন’কে দেখা যাবে। বেশ হ্যান্ডসাম বাজেটে নির্মিত মুভিটি ভারতের বর্তমান ট্রেন্ড ‘দেশ প্রেম’কে ফোকাস করে এগিয়েছে। যেখানে জন থাকবে একজন সুপার সোলজার, যে ভারতীয় শত্রুদের বিনাশ করবে। তো মুভিটির ট্রেলার বেশ ইম্রেসিভ ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, থ্রিপল আরের দাপট অব্যহত থাকায়, বক্স অফিসে মুভিটির সফলতা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।
১৩ই এপ্রিল মুক্তি পাচ্ছে তামিল মুভি বিস্ট। সুপারস্টার বিজয় অভিনীত এই মুভিতে প্রথম বারের মত তার বিপরীতে দেখা যাবে পূজা’কে। ফলে মার্চে সবচেয়ে বড় ফ্লপ নায়িকা হওয়া পূজা, এপ্রিলেই হিট নায়িকার সুযোগ পাচ্ছে। তো বিস্ট বিজয়ের মুভি হওয়ায়, এটার বক্স অফিস সফলতা নিয়ে খুব একটা প্রশ্ন উঠবে না। তবে এর ঠিক একদিন পরেই রকি হাজির হওয়ায়, এটির লাইফটাইম কালেকশনে বেশ বড়সর এফেক্ট পরতে পারে।
তো, ১৪ই এপ্রিল মুক্তি পাচ্ছে কান্নাড়া মুভি কেজিএফ চাপ্টার টু। ভারতীয় সিনেমাপ্রেমীরা বিগত তিন বছর ধরে, যে কটা মুভির জন্য পাগলের মত অপেক্ষা করছে, তার মধ্যে ইয়াশের কেজিএফ টু একটি। ফলে এই মুভি নিয়ে হাইপ আকাশ ছোঁয়া। ইতোমধ্যে এই মুভির টিজারের মত ট্রেলারটিও ইউটিউবে ব্লকবাস্টার রেকর্ড করেছে। ফলে বক্স অফিসেও যে এই মুভিটি ঝড় তুলবে তাতে কোন সন্দেহ নেই। বিশেষ করে হিন্দি মার্কেটে কান্নাড়া’র প্রথম মুভি হিসেবে এটি শতকোটি ক্রস করতে পারে।
অন্যদিকে এই ১৪ই এপ্রিল আবার হিন্দি মুভি জার্সিও মুক্তি পাচ্ছে। শাহিদ কাপুরের এই মুভিটি কেজিএফের সাথে গা’য়ে গা লাগিয়ে মুক্তি দিলেও, এর বক্স অফিস সফলতা নিয়ে বিরাট প্রশ্ন থেকে যাচ্ছে। কেননা করোনা’র পর হিন্দি দর্শকরা, ড্রামা নির্ভর মুভিগুলো ওটিটিতেই দেখছে। যার কারণে, ব্যতিক্রমী কাশ্মির ফাইল ছাড়া কোন ড্রামা ধর্মী মুভিই বক্স অফিসে সফল হয় নি। ফলে ড্রামা নিয়ে বানানো জার্সি’র ভাগ্য এর ব্যতিক্রম হবে বলে মনে হয় না।
তো ২৯শে এপ্রিল মুক্তি পাচ্ছে, তেলুগু বিশাল বাজেটের মুভি আচারিয়া। চিরঞ্জিবী অভিনীত এই মুভিতে আরো থাকছে রাম চরণ, পূজা ও কাজল। ফলে স্টার কাস্টের দিক দিয়ে, এটির রিচ বেশ হাই। বক্স অফিসেও এটির ভাল করার সম্ভাবনা অনেক বেশি। কেননা হার্ডকোড় অ্যাকশানের পাশাপাশি এই মুভিতে স্ট্রং ইমোশনাল সিনও থাকছে। ফলে থ্রিপল আরের পর তেলুগু ইন্ডাস্ট্রি আরো একটি সফল মুভি পেতে যাচ্ছে।
এদিকে এই ২৯শে এপ্রিল বলিউডে মুক্তি পাবে হিরোপান্তি টু। টাইগার শ্রফ অভিনীত অ্যাকশন বেইজড এই মুভিটির ট্রেলার, যেমনই হোক না কেন, অ্যাকশন লাভার্সরা ঠিকই উপভোগ করেছে। ফলে বক্স অফিসে তার মুভিটিও যে উপভোগ করতে যাবে, এটা প্রায় নিশ্চিত। কিন্তু নিউট্রাল দর্শকরা যদি এই মুভিটি স্কিপ করে, তবে বচ্চন পান্ডের মত হিরোপান্তি টু-ও ডাহা ফ্লপ ক্লাবে ঢুকে পরবে।
অন্যদিকে ঠিক একই দিনে, মানে ২৯শে এপ্রিল বলিউডে মুক্তি পাবে রানওয়ে ৩৪। সত্য ঘটনার উপর বেইজড করে এটি নির্মিত, যেখানে অভিনয় করেছে অমিতাভ, অজয় ও রাকুল। ইতোমধ্যে মুক্তি পাওয়া মুভিটির ট্রেলারটি ছিল বেশ ইমপ্রেসিভ। এখন মুভিটিও যদি এমন ইমপ্রেসিভ হয়, তবে বক্স অফিসে এটির ভাল করার সম্ভাবনা অনেক বেশি। উল্লেখ্য এই মুভিটি অজয় নিজেই নির্মাণ করেছে।
দয়া করে ‘রঙধারা’ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন : /2MioTIC
সেই সাথে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অপশনটি চালু রাখুন।
কপি কিংবা ভুয়া খবর নয়, আসল বিনোদন খবরের জন্য ‘রঙধারা’র উপর বিশ্বাস রাখুন।
বি.দ্র:
এ ভিডিওতে কোনভাবেই কোন ব্যক্তি কিংবা কোম্পানি কিংবা এ সংশ্লিষ্ট কোন কিছুকেই কোন ভাবেই ক্ষতিগ্রস্থ করা’কে সমর্থন করে না কিংবা সেই উদ্দেশ্য রাখে না। তাই উল্লেখিত কোন পক্ষ যদি ক্ষতিগ্রস্থ হয়, তবে তা নিতান্তই কাকতালীয়/অনিচ্ছাকৃত। সে জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী!
কপিরাইট:
এ ভিডিওটির সম্পূর্ণ কিংবা আংশিক কপি করে ওয়েবদুনিয়ায় (ইউটিউব, ফেইসবুক, টুইটার, ওয়েব সাইট ইত্যাদি) প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। কপিরাইট আইন ১৯৭৬ সালের সেকশন ১০৭ অনুযায়ী তা অপরাধযোগ্যও বটে। সুতরাং ভিডিওটির সম্পূর্ণ কিংবা আংশিক অনুমতি ছাড়া কপি করা থেকে বিরত থাকুন!
রঙধারা’ সম্পর্কে:
‘রঙধারা’ চ্যানেলে বিশ্ব সিনেমার সব খবর প্রকাশিত হয়। বিশেষ করে বিশ্বের সেরা সব মুভির খবর রঙধারা প্রকাশ করে থাকে। সেই সাথে ভিউয়ার্সদের আগ্রহ নিয়ে ভিডিও তৈরি করে।
রঙধারার ফেইসবুক পেইজ : https://www.face.cx/rongdhara
রঙধারা’কে ইমেইল করতে চাইলে : [email protected]
Disclaimer:
Video and Music Disclaimer Under Creative Common | Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
tag: upcoming bollywood movie, upcoming indian movie, upcoming big budget indian movie, upcoming big budget south indian movie, upcoming indian movies release in april, south indian movie release in april, yash new movie release, ram charan new movie release, tiger shroff new movie, bollywood new action movie, south indian new action movie, upcoming movie update
#KGF2 #Beast #Heropanti2 #Acharya #Runway34 #Jersey #Attack #rongdhara